আজ আমায় কেও ডাকে না,
            তাজ আলী বলে।
ডাকত সে কি মধুর সুরে আমার দাদী,
আমার তাজ আলী ভাই কই, কইরে আমার ভাই।
আজ মুছে গেছে তাজ থেকে আলী, চলে গেছে দাদী।
তখন আমি বলতাম দাদী কে,
ও দাদী, তাজ আলী না, তাজ উদ্দিন।
দাদী আমার সহজ সরল ভাষায় বলত হেঁসে, ওসব আমার মুখে আসে না।
দাদীর কথায় তখন আমার রাগ হত খুব,
দিতাম বাবার কাছে নালিশ।
আজ আমি দাদীর কবর পানে চেয়ে থাকি,
অঝর ধারায় অশ্রু ঝরে।
দাদী আমায় আর বলে না,
তাজ আলী ভাই কাঁদিস কেন?
ও দাদী এক বার বল তাজ আলী এক বার,
আমি কান পেতে আছি দাদী।
খোদার কাছে দোয়া করি
আমার দাদীকে তুমি সুখে রেখ।