শিশু কালে ধুলি বালি খেলতে খেলতে
                        বাল্যকাল
         স্কুলের পথে চলতে চলতে
                           কৈশর
এক দিন হালকা এক হাওয়ায় বুঝলাম
                      আমি তরুণ
হঠাৎ, এক বসন্তে শরীর ও মন বলে দিল
                      আমি যুবক


   আর ঠিক সেই সময়, সেই বসন্তে
                    তুমি আসলে!


অতঃপর,
             বসন্ত শেষ হওয়ার আগেই
                    বিদায় জানাতে হল তোমায়


তারপর,
           কে যেন আমায় এক ধাক্কায়,
                 পাঠিয়ে দিল বৃদ্ধ কালে


কিন্তু,
       আমার শরীর এখনো যুবক
               মন টা শত বছরের বৃদ্ধার মত
                       কেঁপে কেঁপে উঠছে

আমি পারি না, যুবকের মত
                তোমার হাতটা ধরতে
বৃদ্ধার মত চেয়ে থাকি তোমার
              চলে যাওয়ার পথপানে!


ও বন্ধু, ও আমার প্রেম, ও আমার ভালবাসা
            আমি ফেরাতে পারলাম না তোমায়


       তাই,
              আজ আমি বৃদ্ধ, তোমার জন্য
                                    শুধু তোমার জন্য


   ★★তাজ ২৪শে, ফাল্গুন ১৪২১★★


★★★আমার ভাষা দক্ষতা খুব ভাল না, তাই ভুল থাকতে পারে তাই সবার কাছে ক্ষমা চাই★★★