আমি এই অন্ধকার পথে চলা শুরু করলাম
      যদি কখনও ইচ্ছা হয়, তবে পথের ঔ বাকে
                     প্রদীপটা জ্বালিয়ে ধর
তোমার প্রদীপের আলোয়,
                            আমি হয়ত ফিরে পাব পথ!
    যদি কোন প্রদীপ না পাই পথের বাকে
ভেবে নেব তুমি একদিন আমায় ভালবাসতে
                আজ সেটা অতীত            
জীবন চলার পথে অনেক কিছুই অতীত হয়!
আমি ভেবে নেব সেই রকম, আমার ভালবাসা
                  আজ অতীত হলো            
আমি ভুলেও তোমার দরজায় কড়া নাড়ব না
তোমাকে তোমার মত করে থাকতে দেব


আর, যদি পেয়ে যাই তোমার প্রদীপ!
     তবে দুজন মিলে অন্ধকার দূর করব          
যদি, তুমি তোমার প্রদীপ জ্বালিয়ে আমার অপেক্ষায় থাক
আর, আমি ফিরে না আসি
ভেবে নেবে আমি তোমায় কোন দিনও ভালবাসিনি
বুঝে নেবে আজ একটা ছলনার অতীত হলো


ভালবাসি বলা যায় বন্ধু, তাকে উজানের টানে
                  ধরে রাখা কঠিন