ঔ যে সবুজ মাঠ, ওটাই আমার শৈশব
ঔ যে বাইসাইকেল, ওটাই আমার বাল্যকাল
ঔ যে স্কুল মাঠ, ওটা ওটাই আমার তারুণ্য


এই শেষ,
আর কখনো আমার আমির সাথে দেখা হয় নাই


এই যে ইট পাথর, এটা বাস্তবতা
এই যে একলা চলা, এটা নিঃসঙ্গতা
এই যে লড়াই, এটা অস্তিত্ব


এখানে আমি কোথায়?

ঔ যে দূর আকাশ, ওটা দুষ্প্রাপ্য
ঔ যে গৌধুলী, হারিয়ে ফেলা আমি
ঔ যে সন্ধ্যা তারা, ওটা অপেক্ষা


তাহলে আমি কোথায়?


ঔ যে ঊষালগ্ন, ভুলে যাওয়া ভোর
ঔ যে দুপুরবেলা, খুঁজে ফেরা ক্লান্ত অজানা


এখানেও আমি নেই!