আমি দৃষ্টির আড়াঁলে দেখেছি কত
       অদৃশ্য প্রেমের যত ঝড়,
নদীর দু-ধার ভেঙ্গেছে শ্রাবণের ঢলে
        মেঘলা তবু হয়নি যে পর..।


তুমি যে কত স্বপ্নের রঙ সাজিয়েছো
         মোর হৃদয় পুষ্প কাননে,
অবেলায় কেটেছে প্রেম অবহেলায় কত
       ছুটেছিলো যত বিষাদ প্লাবনে..।


হৃদয়ে মোর বয়ে বেড়াইয়েছে প্রেম তরী
           অদৃশ্য বর্ষার জোয়ারে,
মেঘের পলক যেন দুলেছিলো গগনের
       নিলয় খুঁজেছিলো হাই তাহারে..।


আমি ধর্ষিত এক অবুঝ অদৃশ্য প্রেমিক
          বেঁধে আছি কোন শ্রাবণে,
হৃদয় যে মরুভূমির ছদ্ম বেশে আছে
    ডুবেছি প্রেম নামে বিষাদ বর্ষণে..।