দেখতে তারা বড় চমৎকার
ডানা হয় তাদের চার।
পায়ের সংখ্যা ছয়,
করে না কোন কিছু ভয়।
আকারে তারা বড্ড ক্ষুদ্র
যদিও দরজা জানালা রুদ্র
তবুও তারা দল বেঁধে ঘরে ঢুকে
দল বেঁধে ঝাঁকে ঝাঁকে।
রক্ত তাদের প্রিয় খাবার
আরও প্রিয় রাতের আঁধার।
নামটি তাদের মশা
কাজ তাদের মানুষের গায়ে বসা।
কানের কাছে করে ভ্যান ভ্যান
যদিও স্পীরিটে ঘুরে ফ্যান।
তাদের কামড়ে কাঁদে শিশু
চোখের পানি ফেলে নিরীহ পশু,
মশার জ্বালায় ঘরে থাকা দায়!
যেখানে যাই তারা সাথে যায়।
সন্ধ্যা হতে না হতে,
মশা ঘরে ঢুকে নাচতে নাচতে।
কয়েলে হয় না কোন কাজ
দেখতে হয় তাদের আনন্দের নাচ।
ভেজালে ভেজালে দেশ সয়লাব
স্প্রে করে আর কি লাভ ?
মশার জ্বালায় পড়া লেখা নষ্ট
ছাত্র-ছাত্রী মনে পায় বড় কষ্ট!
মশার কামড়ে ঘুম ভাঙ্গে
বাকী রাত কাটে জেগে জেগে।
জেগে থেকে সারা রাত
দিনে কাজের ঘটে ব্যাঘাত!