হে ইমানদার মুসলমান ভাই,
চল আল্লাহর ঘর মসজিদে যাই।
আজানের ধ্বনি ঐ আসছে ভেসে,
নামাজিরা দলেদলে যাচ্ছে হেঁসে।
ওজু করে পাক-পবিত্র হয়ে নাও,
প্রয়োজনে গোসল করে, নামাজিদের দলে যাও।
আজানের ধ্বনি শুনে থেকনা ঘরে,
বাহিরে এসে দেখ প্রকৃতি বলে তোমারে;
নামাজ আদায় কর,
আল্লাহর নিয়ামত গ্রহণ কর।
নামাজের মাঝে আছে যত সুখ,
নামাজ দূর করে মনের শোক।
যদি থাকে আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা
তবে নামাজ আদায় কর মিলবে তাঁর দেখা।
নামাজ হচ্ছে বেহেস্তের চাবি,
নামাজের মধ্যে আল্লাহর কাছে কর দাবী,
পূর্ণ্ হবে তোমার সকল সৎ আশা,
পাবে সকল মানুষের ভালবাসা।
নামাজের কাতারে নেই কোন উঁচুনিচু,
রাজা, প্রজা, ধনীও দাড়াঁয় গরীবের পিছু।
শৃঙ্খলার এক্ উজ্জল দৃষ্টান্ত,
সোজা হয়ে মুসল্লিরা দাঁড়ায় শতশত।
হিংসা, বিদ্বেষ, ঝগড়া, কলহের নেই আলামত,
আল্লাহর বান্দা এ ব্যাপারে সবাই একমত।
তাই সবাই মিলে নামাজের জন্য যাই,
দোয়া করি,সুখে-শান্তিতে থাকি যেন সবাই।