(১)
শত শত বছর করেছে শোষণ-নীপিরন
                          ব্রিটিশ বেনিয়ার ,
পশ্চিমা শাসক গোষ্ঠী করেছে অত্যাচার
        বাঙ্গালী পায়নি স্বাদ, স্বাধীনতার ।
বাঙ্গালীর স্বাধীনতার স্বাদ দিতে জন্মেছিল
                        শেখ মুজিবুর রহমান,
     বাংলা আর বাঙ্গালীর হৃদয়ে যার নাম
                   থাকবে চিরকাল মহীয়ান।
  পরাধীন জাতি কে মুক্তির বাণী শোনাতে
           উপস্থিত হলেন ৭১ এর ৭ই মার্চ
              রেসকোর্স্ ময়দানের মঞ্চেতে।
লক্ষ লক্ষ জনতা লাঠি, বৈঠা আর ফেসটুন হাতে,
কানায় কানায় পরিপূর্ণ ময়দান, নেতার ভাষণ শুনতে।
উঠলেন মঞ্চে বাংলার নেতা, সাত কোটি মানুষের নেতা,
কবি হয়ে বলিষ্ঠ কণ্ঠে আবৃতি করলেন স্বরচিত কবিতা।


                  (২)
বাঙ্গালীর নেতা জানতেন, বাংলার মানুষ কি চায় ।
তাইতো বললেন, ''বাংলার মানুষ মুক্তি চায়,
     বাংলার মানুষ বাঁচতে চায়,
   বাংলার মানুষ অধিকার চায়।''
স্মরণ করালেন ৫২ হতে ৬৯ এর সকল ঘটনা,
     যার অনেক ছিল সাধারণ জনতার অজানা।
   “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
        এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
বাংলার নিপীড়িত মানুষকে শোনালেন মুক্তির বাণী
উপস্থিত জনতার মাঝে উচ্চারিত হয় জয় ধ্বনি।
জনতার নেতা, বাংলার নেতা জাতী কে সাহস দিলেন
          তাইতো মুক্তিকামী মানুষের নেতা, বললেন।
”রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো,
দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো।”
ইনশাআল্লাহ!