"আয় রুখে দেই মিথ্যেটায়"
--------------------------------------
মোঃ তাজুল ইসলাম।


ইচ্ছে ঘুড়ি থামিয়ে দিলাম
বিরুদ্ধতার উত্তেজনায়,
বিভৎসতার বৃন্দাবনে
মুক্তি খোঁজার আলপনায়।


শত্রু যখন পাড়ায় পাড়ায়
স্বার্থ দিয়েই নিয়ম বানায়-
সুত্র সেথায় হার মেনে যায়,
গর্জে ওঠার অক্ষমতায়!


কি করি বল্! কোন্ সে উপায়!!
মেঘ খেলে যায় ঘোর কালোয়
পরাজয়ের দায় এড়ানোয়-
মুখ ঢেকে যায় বক্তৃতায়।


চমকানো সব চাবুক গুলো
নিথর হয়ে নিষিদ্ধতায়!
বিড়ম্বনার পাহাড় কেটে
আয় রুখে দেই মিথ্যেটায়।


এ' যদি হয় বিধির লড়াই
বিধান বলিস শোকসভায়
বিধির বামে মঞ্চ কাঁপানো
মিথ্যে দিয়েই তা' দিস্ গলায়!
       ---------ঃ---------


তারিখঃ ভান্ডারিয়া
--------------------------
২৯/০৯/২০২২ঈসাব্দ