' ঘুড়ি '
--------মোঃ তাজুল ইসলাম।


মনের ঘুড়ি উড়িয়ে দিলাম
নীল আকাশের রঙ্গিন সভায়
ভাবছো তারে ফিরিয়ে আনা দায়!


উড়ছে ঘুড়ি নাচছে হায়,
দূর আকাশের কারবালায়,
অচিন সুখে দিব্যি সে আজ দিক হারায়!


বাধা সে' ঘুড়ি সেই সুতোয়,
মন ভোলানো খেয়ালিপনা ভিড় জমায়,
সুতোর বাঁধন ঐ-যে দেখ,কাঁপছে হায়!


আচানক! যায় এসে যায়-
ঘুড়ির নাটাই,সে-যে সাঁঝের বেলায়-
ঘুড়ির সুতোয় টান ধরায়!


তারিখঃবরিশাল।
----------------------
২০/৫/২০২২ঈসাব্দ