"নিয়ম"
------মোঃ তাজুল ইসলাম।


দুঃসময়ের দুর্ভাবনা
রাত পোহালেই সান্ত্বনা
নেপথ্যের ওই বাঁকা হাসি
শুকনো ফুলের বঞ্চনা।


কেউ বা হাসে রাগ-বিরাগে
কেউ বা চালায় দ্বিব্যিলোক,
শাঁখের করাত পাঁ কেটে দেয়-
সাহস যোগায় কথার শোক।


রাতের বেলায় বৃষ্টি নামে
শুকনো তবুু মাটির বল,
পাথর দিয়ে ফুল খসালে
কোন্ নিয়মে আছে বল!


দাঁড়িয়ে যা তুই দু'হাত নিয়ে
সব সাথিরে সঙ্গি কর,
কামনাগুলি কবর দে তুই
নইলে মিছে শাসন কর।
        
         --------০-------
তারিখঃবরিশাল
--------------------------
১১/৫/২০২২ঈসাব্দ