রোজকার মত বিকেলের ঐ
অমর আসমান দেখতে  যাওয়া,
হয়ত মেঘের কোন ভাজে লুকিয়ে তুমি,
এখানেই তো আমার অপেক্ষার পালা।
পথ চলতে কোন এক ক্লান্ত
মুহুর্তে সময় যখন ছুটছে, তখন
আমি ছায়ায় বসে অপেক্ষায় তোমার।
আসলে তোমার খোজ পাওয়া,
তেমন কঠিন কাজ নয় বরঞ্চ,
অপেক্ষা" নিজেকে শক্তিশালী করে।
আমি জানি তুমিও অনেক ক্লান্ত হও,
তুমিও কারো অপেক্ষায় বসে,
তবে আমি বলি কি সে যদি,
আসতো ফিরে কবেই আসতো।
তোমার জন্য আমার অপেক্ষা অহেতুক,
আমি বুঝি জানো তবে,
মন চায় আর একটু অপেক্ষা করি,
হয়ত তুমি নয়ত অন্যকেউ,
আসবে আমার জীবনে ফিরে।
কোন এক শেষ সন্ধায়,
এ অপেক্ষার অবসান ঘটুক।

সংক্ষিপ্ত