সেদিন স্টেশনের পাশের গলিতে,
তোমার তীক্ষ্ণ ধারালো মায়াবি চোখে,
আমার চোখ পড়েছিলো।


তুমি খেয়াল করেছো কি নাহ জানি নাহ,
বহুকাল পর আবারো,
আমি তোমার চোখ নামক আকাশের"
কালো গোলকধাঁধায় আটকা পড়ে।


কথা দিয়েছিলাম আমরা পরস্পর কে..
ছেড়ে যাবো না কখনো❤️
হাত ধরে রেখেছিলাম দুজন-দুজনের শক্ত করে,
তবে, পরিস্থিতি পরিবেশ পরিবার,
আমাদের বিচ্ছেদে দায়ী!


তোমার পাশে অন্য মানুষ,
তোমার হাতে তাঁর হাত ছিল,
তোমার কোল জুড়ে নিষ্পাপ প্রাণ ছিল,


তোমার পাশের, সেই আমৃত্যু পরিচিত,
মানুষটা আমিও হতে পারতাম,
তোমার হাতে হাত আমার থাকতো,
জানি তুমিও কখনো না কখনও,
আমার মতই তীব্র আফসোসে পুড়ো!
যদি নিয়তি আমাদের পক্ষে থাকত।💔🥰


জানি নাহ এটা কবিতা লিখছি নাকি অন্যকিছু!
তবে আমার আত্মার আর্তনাদ,
জ্বলন্ত আগ্নেয়গিরির থেকে কম নয়।