জানো কি আকাশ নীলা?
তোমায় বরণ করিতে আমি আঁকি রংধনুর,
সাত রং তোমার স্নেহমাখা পবিত্র আত্মায়।
তুমি কি বোঝ না? এ করুণ শিল্পী আমি!
এই যে আকাশ নীলা তুৃমি কি দেখো না?
আমার আত্মা ভালোবাসা শুন্য দশমিক,
তোমার প্রেম অমর মহৌষধ,
একটু বাচিয়ে তোলো আমায়,
কথা দিচ্ছি এর থেকে তীব্র উপযোগ
যারে তুমি ভালোবাসা বলো, আমি ফিরিয়ে দিব
এই যে আকাশ নীলা, শুনছ কি?
তোমার অসীম আকাশে আমায় একটু ঠাই দাও,
আমি কথা দিচ্ছি চুপটি করে বসে থাকবো,
আঁকব আলপনা কারুকার্জ তোমার আত্মায়।
জানো কি আকাশ নীলা?
আমার যদি তীব্র মন খারাপ হয়,
আমি তোমার পানে চেয়ে সুখ খুঁজি।
চারিদিকের সব কলহে ভীড়ে আমি তোমাতেই,
সব অমর সুখ খুঁজে পাই এর আবেশ সহজ সরল সাবলীল, অনুভূতি কি রঙিন!


সংক্ষিপ্ত