ভালোবাসি" কথায় হয়ত এক আসমান সুখ,
ছেড়ে যাওযা কথায়,ঠিক এক আসমান অসুখ।
জয়ের শহরে, ভালোবাসাকে জয় করাটা,
বেশ কঠিন, তবে পরাজয়ে আসক্তি সহজ।


গল্পের মত এসব ভালোবাসা আজকাল বিরল,
চারিদিকে ছেড়ে যাওয়ার গুঞ্জনে সবাই সামিল।
গল্পের শুরুটা এত জাঁকজমকপূর্ণ কেন হয়?
শেষটা যদি এতই ধ্বংসাত্মক ভয়ংকর হয়।


মোহ মায়া আবেগে আসক্তি, শুরুতে ব্যাপক,
শেষে, কষ্ট বিষাদ হতাশা সন্দেহ, কত রুপক।
কাশবনে বসে হাতে হাত রেখে কত" প্রতিশ্রুতি,
শেষে, রয়ে গেল কাশবন ভেঙ্গে গেল প্রতিশ্রুতি।


হে" পবিত্র আত্মা তুমি কেন এত অবুঝ তবে,
হারিয়ে ফেলো" আবার হাতটা ধর কি ভেবে?
তোমার যন্ত্রণা পছন্দ? তবে উপভোগ কর,
পথের অসহায়দের মুক্ত হাতে সাহায্য কর।


ভালোবাসতে হলে অসহায়দের বাসো,
দিনশেষে মায়া মুখে একবুক সুখের হাসি হাসো।
কি দরকার একান্ত ভালোবাসার! কোথায় সেথা
পাশেই অভাবীদের থাকো, মুছে দাও ব্যথা।


অভিযোগ যদি অভাবিদের হয়,তবে এর বোঝা,
সইতে গেলে, ঘার ভেঙে হয়ে যাবে সোজা।


সংক্ষিপ্ত