আপন করো সার্থ ছাড়া তারে,
আত্মা দিয়ে বাসো-ভালো যারে।
সুখ পেতে চাও বারে বারে?
পাবে" পরিশ্রম করো সব বারে।
অঢেল অংক" তোমার কি?
অভাবিদের বিলিয়ে দাও আর কি!
বেঁচে থাকতে কতটুকু লাগে?
তোমার চাওয়াটা আগে,
আমি তো থাকতে চাই সুখিদের মত,
তাহলে, নিজেকে বিলিয়ে দাও,
নবী, রাসুল, সাহাবিদের মত।
শুভ কাজে ব্যায় করো অঢেল,
তবেই পাবে সব মানুষের সু-দিল।
অন্তীম সত্য মরতে হবে,
অমর কে কোথা হবে।
কাদার জন্য হবে নিয়োগ,
শুভ কাজের যোগ-বিয়োগ।
সময় থাকতে হিসাব মেলাও,
শুভ কাজে দুনিয়া ভোলাও।

সংক্ষিপ্ত