কিছু কর হোক নিজের জন্য,
নয়ত অন্যের জন্য,
কিছু কর, তবে সৎ থেকে,
কারন সেটাই ভালো সব থেকে।
যাতনা বিষাদ নিয়ে থেকো নাহ পড়ে,
সুর্য" ও ডুবে যায় স্থায়ি হয় না কোন বারে।
সুখ আরাম নিয়ে হইচই করো না,
চাঁদেরো মৃত্যু আছে, অমর হয় না।
ভালোবাসো এক বুক সমুদ্র নিয়ে,
সাহায্য করো, বিশ্বাস করো,
ঠকলে কি তাতে?
পাবে পুরষ্কার অন্তীম বারেতে।
পাশে থাকো সাথে থাকো,
দিক ছুড়ে ফেলে তাতে কি?
অহংকার করে বলো সে"
ছুড়ে ফেলে দিয়েছে আবার কি!
আমি তো থাকতে চেয়েছিলাম।
সম্মান নিয়ে বাচোঁ,
ইহা" না পেলে অর্জন করো,
আত্মা বলবে সব তো ভালোই করো।
মস্তিষ্ক"
সে তো আছে সবসময় তোমার সাথে।
মাথায় রেখো লাইনটা...
সৃষ্টির যা কিছু চির কল্যানকর,
অর্ধেক করিয়াছে নর"
অর্ধেক তারঁ নারী।
ভুলে যেও না লাইনটা
ভিষন ভারী।

সংক্ষিপ্ত..