সে যে অন্তীম সুচেতনা,
তার একরাশ হাসি আমার,
এক আসমান তৃপ্তি।
সে আমার আন্ধার ঘরের,
এক নিভুত দীপ্তি।
তার এক ঝলক চাহনী আমার,
এক সমুদ্র তৃপ্তি।
তাঁর" অস্তিত্ব আমার আত্মায়,
না থাকিলে আমার সমাপ্তি।
তাঁর অদ্ভুত মায়াবি মুখ,
আমার দিনশেষের ক্লান্তির,
শেষ এবং অন্তীম সুখ।
সে আমার নিশ্বাস এক বুক,
এক হয়ে যাই তখনি,
যখন তার চিবুকে
ছুয়ে যায় আমার চিবুক।
তাঁর অস্তিত্বতই আমার,
বেচে থাকার রহস্য,
সে আমার আত্মার আর এক রুপ।

সংক্ষিপ্ত