আমার গোছানো জীবনটা তুমি,
অগোছালো করে দিও না!
আমার সঙ্গ তুমি ছেড়ে দিও না।
এই জমিনে আমার নিজের বলতে আমি একা,
তুমি ছেড়ে দিলে, কি হবে আমার! থেকে যাও।
আমি তো বাঁশরি বাজাইতে পারি না,
তুমি ছেড়ে গেলে, এই সুর আমি,
ভেতরে জমিয়ে রাখতে পারবো না।
সংক্ষিপ্ত