আমারো পরাণো যাহা চায় তুমি তাই
তুমি তাই গো, আমারো পরাণো যাহা চায়।


সিমি'র গল্প যখন আমি লিখি
আমি হয়ে যাই, ছন্দের জাদুকর!
মুশকিল বিষয় কি জানেন?
আমার চেয়েও বড় জাদুকর সে'
আমার জাদু তাঁর নিকট তুচ্ছ প্রতিভা মাত্র।
আমি যে যাদু দিয়ে, সিমি'রে সম্মোহন করি,
সিমি' তাঁর চোখের চাহনী দিয়েই,
শতাব্দীর সেরা যুবকদের সম্মোহিত করে।
আমি যে জাদু দ্বারা' মায়া ছড়াই তাঁর আত্মায়,
সিমি' তাঁর মায়াবতী মুখের' রেশ দ্বারাই,
ব্যাবিলন ছারখার করে দেয়' মায়ার উৎস সে'।
আমি যে জাদুবলে আঁকি মোহ আসক্তি,  
সিমি' সে তাঁর চলন' দিয়েই আঁকে তাঁর চেয়ে,
ধ্বংসাত্মক নেশা, যেমন ও২+সিও২।


সিমি' সেই জাদুকর যার মধ্যে কোন
অপূর্ণতা নেই, আমৃত্যু পূর্ণ সে'.)।
আমি হেরে যাই তাঁর নিকট অঢেল সমুদ্রবার
অবশ্য সেই হারাতে সুখ আছে।🌼