ভালোবাসি"এটা প্রমানিত সত্য,
উপরে তাকালেই  আকাশ,
আমি নিচ থেকে তোমায়,
খুজে চলেছি সেখানে অনবরত।
দুপুর-বিকেলের মৃদু বাতাসেও,
সন্ধায় চাঁদের ভরা জোছনাতেও,
রাতের নিশ্চুপ অভিমানি অন্ধকারেও,
মধ্যরাতের শাই শাঁই বাতাসে,
লক্ষি পেঁচার আওয়াজে,
অনবরত খুজে চলেছি তোমায়।
ভোরবেলার ঘাসের বুকে,
জমে থাকা কুয়াশায়,
সকালের বিশুদ্ধ অক্সিজেনে,
সুর্যের উজ্জ্বল আলোতে,
কাঠফাটা রোদের তিব্রতায়,
তোমায় খুজে চলেছি হায়।
কোকিলের কুহুরবে মাধুর্যতায়,
পাখির কলরবে নিশ্চুপতায়,
পথে হাজার পথিকের ভীড়ে,
শহরের অলিতে-গলিতে,
তোমার অস্তিত্ব কি নাই কোথাও?
আমি কেন খুজে পাচ্ছি নাহ!
রঙিন পার্কের জোড়া শালিকের ভিড়ে,
বাস, সিএনজি, অটোর সাড়িতে,
আমার আত্মার বাড়িতে,
তুমি কোথায় তবে,
ক্লান্ত হতে হতে ছুটে যাই,
তবুও তোমায় খুজে না পাই।
দেখা দিয়ো এক বর্ষায়,
চাঁদের জোছনামাখা কোন সন্ধায়,
তোমার হাত নামক পরশ পাথরে,
আমি স্পর্শে মিশে যাবো তোমার নীড়ে।
দেখা দিয়ো, এমটিআইটি অপেক্ষায়...

সংক্ষিপ্ত..