যখন যে কাছে আসে কেন জানিনা হায়!
মনে হয় তাকে ছাড়া জীবন কাটার নয়।
সময় দূরে নিঠুর হাসে সে শুধুই বলে রয়,
"মনে রেখো কোনো কিছুই চিরস্থায়ী নয়।
বৃথাই মায়ার বাঁধনে জড়িয়ে তোমার থাকা
নিজের অজান্তেই নিজেকে দাও শুধুই ধোঁকা।
বৃথাই তুমি সবাইকে কেন ভাবো আপন?
ভুলের সুতোয় বোনা কেন তোমার জীবন?
আপন ভেবে বৃথা কেন শুধুই এ পথ চলা?
প্রয়োজন ফুরালে পালাবেই, হে পথভোলা।
মনে রেখো;
একটা সময় পর নিজের ছায়াও অদৃশ্য হয়
গোধূলির পর সূর্যও কি আকাশে দেখা দেয়?"


একটু হেসেই আমি বলি;
"কিন্তু তাই বলে নিজের স্বভাব কেমনে বদলাই
জগৎ চলুক তার মতন আমি আমাতেই থেকে যাই।
আমিতো জানি নুতুন সকাল আসে দীর্ঘ রাত দিলে পাড়ি
অপরের স্বরূপ ভেবে কিভাবে নিজেকে পরিবর্তন করি?"