আলেয়ার পিছু মিছে চলি আমি একা
মিথ্যে ছলনায় ভুলে শুধু বেঁচে থাকা
দুঃখকে সাথী করে বয়ে চলা ভার
সুখের খোঁজে বৃথা দিন হলো পার
কপটতার দুনিয়াতে কেউ নয় আপন
ক্ষনিকের ছলনা সব বোঝেনা এ মন
স্বর্ণ মৃগ ভেবে সদা কেন পিছু ধাই?
মারীচের মায়া কেন বুঝিনা যে হায়?
সুরালোক হতে যখনই অমৃত পাই
মোহিনীর মোহজালে সে সুধা হারাই
এ যাতনার না জানি কবে অন্ত হয়
হিসাব মেলেনা এ নিদারুন বেদনায়
এমন প্রদীপ কোথা সদাই আলোময়
কুলষিত হলে মন, রাখে সে দীপ্তময়
সকল কালিমা প্রভু তুমি কেড়ে নাও
জ্ঞানময় বৈরাগ্য মালা মোর কণ্ঠে দাও।