জীবন মম লিখিত অনন্ত সলিলে
অজানা অদৃষ্টের নিঠুর কোন ছলে |
জন্ম মালা গাঁথা মম স্বর্গীয় বাঁধনে
জীবনযাপন সদাই ক্রুর কন্দনে ||


মাতৃ আশিষে হলেম দিবাকর সুত
দিব্য কিরণে তাই জীবন মম পূত |
দৈব্য পিতার ন্যায় আমিও কর্মযোগী
নিজ অধিকার সর্বত্র দিয়েছি ত্যাগী ||


এসো এসো শোনো সবে মম কষ্ট বাণী
জীবনব্যাপী যা মোরে করেছে অজ্ঞানী |
সমাজে পেয়েছি আমি শুধু অসন্মান
নিঠুর বাণীতে সদা করেছি অগ্নিস্নান ||


দেশ, সন্মান, পাঞ্চালী সর্বদা বঞ্চিত
যোগ্য সকল হেরি মম পীড়িতপীত |
পাণ্ডবের যে জয়গাঁথা জগতে ব্যাপ্ত
সকল সুখ ছিল মম ললাট প্রাপ্ত ||


অধর্মী যদিও জানি কুরু যুবরাজ
আনুকূল্য কেমনে তাহার, ভুলিব আজ |
অস্ত্রপরখে যখন ওঠেনি কোনো হাত
অঙ্গের রাজা করি দিয়েছিলো সে সাথ ||


'সূতপুত্র' যখন কহিল রাজকন্যা
স্বয়ংবর সভায় ছিল হাসির বন্যা |
অপমান করা কি সতী নারীর সাজে ?
অহংকারী বনিতা, ভুলি নিজ লাজে ||


পাশাখেলায় মোর পক্ষেও এল পাশ
কুবাক্যে নিজ মর্যাদা করি সর্বনাশ |
'পঞ্চভাই মাঝে বদলায় নিজ সজ্জা
এমন স্ত্রী সংসারে গণ্য হয় বেশ্যা ।'


মাতারে দিয়াছি আমি স্থির আশ্বাসন
চার পাণ্ডবে কভু করিব না নিধন |
যুদ্ধ হবে ধনঞ্জয় আর রাধে মাঝে
সংসার দেখিবে কে বীর রণসাজে ||


আজি এ মহাযুদ্ধ, মহাসংহার সম
কারও ভাগ্যে চুমিবে গৃহ তব যম |
কৌন্তেয় কিম্বা রাধে পড়িবে জয়মালা
সুরপতি ও দেখিবে আজি রণকলা ||


কর্ণ আমি হলাম পরশুরাম শিষ্য
দেব দেখিবে শৌর্য, ভুলি সকল দৃশ্য |
প্রতি বাণে লেখা রবে মোর অপমান
বায়ুবেগে ছুটিয়া সে করিবে সন্ধান ||


কিন্তু, মোর চিত্ত আজি বড়ই অশান্ত
জীবন-সংঘর্ষ কি করিছে মোর ক্লান্ত ?
জগদীশ আছেন সদাই তার পাশে
যুদ্ধকলায় নিপুন সে, নিপুন বশে ||


বিজয় হতে আমি, হতে পারি বঞ্চিত
ইতিহাসে সদা আমি রইব সঞ্চিত |
অর্জুন হয়তো বা মহানায়ক হবে
কিন্তু, কর্ণ সকল বিদ্রোহী-চিত্তে রবে ||