প্রভাত হতেই বরিষে আহা
                    এ যেন সুধা মুক্তধারা !
স্নিগ্ধ ছোঁয়ায় এ বসুধাও দেখি,
                     আজ যেন পাগলপারা |
দমকা বাতাস মাঝে মাঝে
                       বোঝায় নিজ প্রকাশ |
তরুগুলিকে স্পর্শ করে
                       দেয় প্রেমের আভাস |
গুরুগম্ভীর মেঘরাজ্ শোনো
                  থেকে থেকে করে শিঞ্জন |
দেবরাজও ওই নিজ শস্ত্রে
                         দেখায় নিজ তর্জন |
মাঠ হতেও ভেসে আসে
                     গন্ধ, আহা খুবই মিষ্টি !
বৈশাখ তব শেষ বারিধারা
                    এ যেন এক দিব্য সৃষ্টি |