তোমাকে জীবনে পাইনি তাতে ক্ষতি কি ?
জীবনতো তবুও থেমে থাকেনি |
ঠিক যেমন ছিল আজও তেমনি আছে
হয়তো সাদা রং লেগেছে কেশ সাজে |
তবুও হৃদয়ের নবীনতা কখনও কমেনি
তোমাকে নবীনতায় পাইনি তাতে ক্ষতি কি ?


তুমি দূরে চলে গেছ তাতে ক্ষতি কি ?
পথতো কখনও দূরে চলে যায়নি |
আগের মতোই বেশ এই পথ চলা
যদিও তোমার স্মৃতি সদা দেয় দোলা |
তাইতো স্মৃতি কখনও পুরানো হয়নি
তুমি পুরাতন আজ তাতে ক্ষতি কি ?


চাতকের মত মন তৃষ্ণার্ত তাতে ক্ষতি কি ?
তোমার স্নিগ্ধতাতো মনের পিপাশা মেটায়নি |
প্রেম আজও হৃদয়ের গভীরে মারে উঁকি
তুমিইতো সদা মোরে দিয়ে গেছো ফাঁকি |
তোমার সুখে সুখী থাকতে মন তাই ভোলেনি
আমি আজও তৃষ্ণার্ত তাতে ক্ষতি কি ?


অশ্রুও আজ শুকিয়েছে তাতে ক্ষতি কি ?
শ্রাবনতো হৃদয়কে ক্ষত করতে ভোলেনি |
তুমি ভেবে ছিলে দূরে থেকে খুশি হবে
আমার স্পর্শ সদা তোমায় দুঃখ দেবে |
তোমার সুখে তাই কখনও বাধা দেয়নি
তুমি যদি সুখে থাকো তাতে ক্ষতি কি ?


সারারাত জেগে থাকি তাতে ক্ষতি কি ?
স্বপ্নতো তাই আঁখিতে কখনও মেলেনি |
শুধুই আকাশের দিকে একা চেয়ে থাকা
নিঃসঙ্গ তারারা বলে আমরা ও যে কত ফাঁকা |
তাই তোমাকে বাধা দিয়ে কখনও ডাকিনি
তুমি আর ফিরবে না তাতে ক্ষতি কি ?