ক্ষুদ্র অতি ক্ষুদ্র তুমি, তবুও আনো মারণব্যাধি !
মানবতাকে স্তব্ধ কর, এমন তুমি শ্বাসরোধী ।
পরাঙ্গপুষ্টজীবী হে ! নিজের দেহে নেইকো বাস  
পরের কোলে বৃদ্ধি নিয়ে, পরের কর সর্বনাশ ।
লোকালয়ের ভিন্ন তুমি, নেইকো কোন শালীনতা  
মারণকার্যে তুমিই শ্রেষ্ঠ, তোমার কি বিশালতা !


ক্ষুদ্র অতি ক্ষুদ্র তুমি, তবুও তোমা নেইকো ক্ষয় !
নিরন্তর নিধন করে, পাচ্ছো তুমি বিপুল জয় ।
খড়গহস্তে যুদ্ধ কর, এত তোমার রক্ত নেশা !
রক্ত হতে রক্ততর, এতই কি তুমি সর্বনাশা ?
ধর্ম যে পরাভূত, বিজ্ঞানকে ডুগডুগি নাচাও
সমাজের ধ্বংস করে, কত তুমি শান্তি যে পাও  !


ক্ষুদ্র অতি ক্ষুদ্র তুমি, তবুও তোমা নেইকো নাশ !
রক্তবীজের বীজ তুমি, বিনাশে তব বাড়ে আশ ।
রুঢ় ভয়ানক তুমি ! কে জানে কোন মারণাসুর ?
মানবরূপী সুরেরা, করবে জানি, তোমায় দূর ।
ফিনিক্সরূপী দৈত্য তুমি, মৃত্যুতে ও নেইকো ভয়
দাম্ভিক জেনে রেখো, পরাজয় তোমারও নিশ্চয় |


ক্ষুদ্র অতি ক্ষুদ্র তুমি, অহমিকা এত ভালো নয় !
বিজয় শেষে তারই আসে, যে শত আঘাত সয় ।
সংহার হবে তব, যতই হও প্রলয়রূপী
সময়কে তুচ্ছ ভাবো ? হার মানবে হে বহুরূপী !
শত অভিশাপের মাঝে, বেড়েই তুমি বলীয়ান্‌
দর্প তব চূর্ণ হবে, কাল যদা করবে নিধন |