অনিশ্চিত এই জীবনের
                      নিশ্চয়তা কিছুই নাই ।
কাল যদি মড়ক আসে  
                     বলতে হবে বাই বাই ।
তাইতো ভাবি বৃথা কেন
                   ফেলে রাখি নিজ কাজ ।
আমি না থাকি রইবে তবুও
                       আমার কর্মের সাজ ।
নিজের কর্মে বাঁচবো তখন
                        মরণেতেও অমরতা ।
বিশ্বে সদা মুখরিত হবে
                  আমার কর্মের বিশালতা ।
হে বিধাতা শক্তি দিয়ো
                 পিছিয়ে না পরি কখনো ।
মরণের পরেও কর্ম মাঝে
                     সদা বেঁচে থাকি যেন ।