চমকে চমকে বিদ্যুৎ আর
জোরে জোরে বয়ে বাতাস
আঁখিধারা মোর তব বিনা
যেন আজ বারিশ আকাশ ।


বিরহেতে মোর দিন কাটে
বিরহে কাটে মোর রাত
দুঃখের জীবনে তোমা বিনা
চাইনা আর কারও সাথ ।


মনে পরে আজ আমার
সেই সব সুখের দিন
ফেলে আসা খুশি আমার
কত সব স্বপ্ন রঙিন ।


মোর জীবনের মাঝি হয়ে
ভাসতে মোর জীবন তরী
মাঝ নদীতে বাণ এসেছে
ভরাগাঙে ডুবে কি মরি ?


কষ্টের দিনগুলি বয়ে চলা
হয়েছে আজ বড়ই কঠিন
ভুলে থাকা কঠিন আজ
বেঁচে থাকা আরও কঠিন ।


নরকের থেকেও যন্ত্রনা বেশি
যে যন্ত্রনা জীবনে আমার
সর্প বিষের থেকেও বিষাক্ত
সহ্য করা বিরহ তোমার ।


বিধাতা কেন শাস্তি দেয় ?
করেছি নাজানি কোন মহাপাপ
জানিনা কোন মহা দুর্বিপাকে
নেমে এলো জীবনে অভিশাপ ।


বিরহেতে মোর দিন কাটে
বিরহে কাটে মোর রাত
দুঃখের জীবনে তোমা বিনা
চাইনা আর কারও সাথ ।