জীবনের এতদিন একা বেঁচে আছি
জীবন প্লাবনে মোর হও তুমি মাঝি
দুর্জয় জীবনে মোর এইতো কামনা
তব পরশে বাঁচি এই শুধু বাসনা |


মিত্র মোর হও প্রিয় জীবন সাজারে
পথ দেখিয়ো এ ক্রুর জীবন আঁধারে
প্রেম পুঁথি লয়ে মালা গাঁথিবে গোপনে
সুখদুখে পাশে তুমি থাকিবে সমানে |


দিবানিশি বসিয়া আছি তব আশায়
আসিবে কবে বল মোর এই বাসায়
পাইবো কবে তোমারে হৃদয় মাঝারে
সোহাগের আলিঙ্গন করিব তোমারে |


মোদের প্রেমে রইবে না কোনোই ভ্রম
দুটি দেহের এক প্রাণ, স্বর্গীয় সম |