ছাগলে খেলো জমির ফসল।
কপালে তার জুটলো মুষল।
নেতারা দেশটা মুড়িয়ে খায়;
মুখ কেন তোমার বন্ধ রয়!


চাষের ক্ষেত ইঁদুরে খেলে,
বিষটি তার কপালে মেলে!
সাধের ফসল লুঠ হয়,
তখন কেন শুধুই 'হায়'!


অযোগ্য যদি মাথায় চড়ে,
যোগ্য মানুষ পিছিয়ে পড়ে।
এসবই তুমি বোঝো চাঁদু।
মুখটি বুজেই থাকো শুধু।


ঐক্যবদ্ধ হোক প্রতিরোধ।
জেগে উঠুক আপন বোধ।
উর্ধ্বে উঠুক সকল মুষ্ঠি।
সজাগ রেখো তোমার দৃষ্টি!


লাঙ্গল কাঁধে হও বলরাম।
বিধি তখন থাকবে না বাম।
দিগন্তে উঠুক নতুন সূর্য।
দীপ্ত হোক তোমার শৌর্য!


তোমরা হাসবে শেষ হাসি!
ইতিহাসেই রাজার ফাঁসি।