উপেনরা আজও আছে ফুটপাথে বসে।
বিধাতা আগের মতই একইভাবে হাসে।
মশা মারতে সরকারের খরচ বাড়ে।
গরীবরা এখানে এমনি এমনি মরে।


ভূবনে এত পাপ তবু সও মুখ বুজে।
পাথরে মাথা ঠুকে গরীব তোমাকে খোঁজে।
অপরের ধন চুরি করে যে দিলো ডালা।
তাকেই দিলে তুমি তোমার কৃপার মালা।


মন্দিরে ঢালা দুধ বয়ে যায় নালি দিয়ে,
ক্ষুধার্ত শিশু বসে থাকে শুধু ক্ষিদে নিয়ে।
ঈশ্বর বুঝি শুধু রাজনীতির দখলে।
তোমার মহিমা প্রচারে ভোট শুধু মেলে।


আলো ঝলমলে শহর বদলে গেছে।
উপেনরা শুধুই আগের মতই আছে!
একটাই ভয় কখন পেয়াদা এসে কয়,
'বুঝেছ উপেন ফুটপাথ তোমার নয়'!