রথের চাকা ঘুরবে কি ঘুরবে না মাতামাতি।
পাচ্ছি ভয় এই নিয়ে হয় যদি হাতাহাতি।
প্রশ্নটা খুবই কঠিন হনুমান কোন জাতি।
পবন পুত্র হয়ে যদি থাকে তবে কি ক্ষতি?


লেজের আগুনে যদি আবার নগরী পোড়োয়।
একবিংশ শতকে বসে শুধু করি হায় হায়।
নাই পাও খেতে, ভগবানে মতি যেন থাকে।
তা যদি না হয় তবে রাজা যে পড়ে বিপাকে।


সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক চলে।
এখানে সবই চলে ছলে বলে কৌশলে।