সূর্য যখন ঢলে পড়ে, ছায়া বড় হয়।
চলতে চলতে পৌঁছে গেছি জীবন সায়াহ্নে।
ফিরে দেখি আমার ছায়া দীর্ঘতর...
মধ্যাহ্নে যারা আমার ছায়া সরিয়ে এসেছিল,
তারা কখন আস্তে আস্তে মিলিয়ে গেছে।
আমার ছায়া আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে!
জানি কায়ার সাথে সাথে তারও বিলুপ্তি।