প্রণামী বাক্সে উপচে পড়ে টাকা।
ভিক্ষাপাত্র থেকে যায় ফাঁকা।
ধর্মে যদি না থাকে মতি,
বাড়তে থাকে ভাবনার গতি।


ধর্ম ধর্ম করে হয়ে যাও ধর্মান্ধ।
বিভেদের উস্কানিতে হয় দমবন্ধ।
মজা লোটে শুধু বিড়াল তপস্বী।
ধর্মের ফাঁদে তুমি আজ উপোসী।


সব ভুলে মজো খোল করতালে,
নেপোয় মারে দই ফাঁকতালে ।
ধর্মের ডঙ্কা বাড়ায় শঙ্কা!
আর যা কিছু, সবই লবডঙ্কা!