ওদের অপরাধ ছিল একটাই,
ওরা বাংলায় কথা বলতো।
বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে ;
কাটা ছেঁড়ার পর হবে বিচার।


শীতে ভিন দেশী পাখির দল
এই লেকের পাশেই খেলা করবে।
কেউ জিজ্ঞাসা করবে না ওদের ভাষা।
মনুষ্য জন্মটাই তবে কি ভুল!


রাজনীতির তরজায় ভোট কোন দলে!
কত রক্তে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে?
প্রশ্ন শুধুই হাওয়ায় মিলিয়ে যায়।
প্রজাতন্ত্র কি শুধুই অধীনতা?


ফুল মিষ্টি সুবাস ছড়ায়।
মানুষ কেন ছড়ায় বিদ্বেষ!
বৃক্ষকে জড়িয়ে লতার বেঁচে থাকা।
মানুষ কেন আঁকড়ে ধরে না মানুষকে!


*** অসমে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই লেখা।