ফুলের সৌন্দর্যে পাগল ভ্রমরা,
পতঙ্গ ভূক পাতে ফাঁদ।
মুখোশ যতক্ষণ ততক্ষণ সুন্দর।
অন্তরালেই চাপা থাকে সব।


গোলাপের পাপড়ি ছিঁড়ে নিলে
পড়ে থাকে কদর্য আধার...
সবুজের অন্দরে জিঘাংসার
রক্তাভ লাল!


ফনায় থাকা পদ্মচিহ্নে সৌন্দর্য ;
ছোবলে মারাত্মক বিষ...
দেহের চড়াই উৎরাইয়ে আবদ্ধ
চাওয়া পাওয়া!
ভালবাসার আবরণ উন্মোচনে
যত সংশয়...


হৃদয় আমার ঠুনকো কাঁচের মত!
ভয় হয়...
আঘাত যদি করে চুরমার!!