১৫ই আগস্ট, আবার গল্প!
যদিও গল্প নয় সত্য ঘটনা।
আজাদের কাছে ওটা আজ গল্প।
স্বাধীনতা আন্দোলনের শহীদদের কথা।


স্বাধীনতা সংগ্রামী যে তার দাদু।
আজাদের প্রশ্ন,' কেন স্বাধীন হলাম'।
'অত্যাচারী ইংরেজ সরকার দূর হটো'।
অত্যাচারীর চাবুকের হাত বদল মাত্র।


আচ্ছা, অত্যাচার কি সত্যি দূর হয়েছে?
মা, তুমি তোমার বাবাকে নিয়ে গর্বিত ;
স্বাধীনতা নিয়ে এত গর্ব কিসের?
এখনও তো গরীবের উপর অত্যাচার।


ধনীরা তখন ছিল ধামাধরা;
এখন তারাই আবার শাসক!
যে জমি কেড়ে ছিল নীল কুঠি সাহেব,
সেই জমি এখন কাদের কাছে!


ঘরের দেয়ালে দাদুর রঙচটা ছবি।
স্বাধীনতার পর সরকারের উপহার!
টেবিলে ডিজিটাল বি পি এল কার্ড,
দু টাকা কিলো চালের ছাড়পত্র!


মাথাটা ঝিমঝিম করে আজাদের।
মা, আর একটা 'স্বাধীনতা যুদ্ধ' চাই।
সে লড়াই হবে অধিকারের লড়াই।
লক্ষ আজাদের হৃদয় আজ বারুদের স্তুপ!


দরকার শুধুমাত্র একটি স্ফুলিঙ্গের!