পিছন থেকে বারবার একই কথা,
ও দাদা, লাল আলো সবুজ হলো।
সামনে যে গণতন্ত্রের মিছিল।
থিকথিক করছে গণতান্ত্রিক মাথা।


মিছিলে মাথা বাড়লে ক্ষমতা বাড়ে ;
গণতন্ত্রে গোয়েবল্স ই একমাত্র সত্য।
আর সবই সিগন্যাল পোস্টের আলো!
রিমোট কন্ট্রোল, ট্রাফিকের হাতে।


স্লোগানে স্লোগানে সবই ধামাচাপা!
আবার সেই একই কথা, 'লাল, সবুজ হলো'?
'দাদা, নিজের অবুঝ মনই সবুজ হয় না...'


কেবল সিগন্যাল পোস্টের দিকে তাকিয়ে থাকা!!!