যদি গণ্ডির মধ্যে আবদ্ধ করো,
অর্ধমৃত হয়ে বেঁচে থাকতে হবে।
আমার এই দেহ থাকবে নির্ভয়ে!
যন্ত্রণার বিষবাষ্পে শুধুই জ্বলন!


ধর্ষিতার চিৎকার তবু পৌঁছে যায়।
সব ছিন্ন করে পৌঁছয় না প্রতিবাদ!
বিভেদের রাজনীতি করাঘাত হানে ;
অদৃশ্য রেখা তবু অক্ষত থাকে।


ধর্মের বাঁধনে হয়েছি যে অন্ধ!
অদৃশ্য বন্ধন কুরে কুরে খায় ।
হিন্দু, মুসলিম, খৃষ্টান আমরা ;
মানুষের পরিচয় পেলাম না!


নীরবতা অতিক্রম করো আজ;
ভেঙে দাও সমাজের সীমাবদ্ধতা।