ইতিহাস মুখ থুবড়ে,
গোয়াল ঘরে, ধুনির ধোঁয়ায়!
চু কিত্ কিত্, এক্কা দোক্কা,
বুড়ি বাসন্তী, রাজার নীতি!!
সিঁদুরে মেঘের ভুলে, হাম্বা রবে,
খুঁটি উপড়ে দে দৌড়।


বুলেট এখন, মুদির বয়ামে কাঁচের গুলি,
ছেলের খেলা!
বেকার জবাই, দেওয়াল লিখে,
প্রতিশ্রুতির পদলেহনে!
বিদ্যে বিকোয় গরুর হাটে!


খেরো খাতার হিসেব-নিকেশ,
ডাংগুলিতে পগার পার...


গণতন্ত্র কিনতে চাও?
পুরোনো ইতিহাসের পাতা চিবাও।
কাবাড়িওলার বস্তায় আছে।