মানুষ নাকি সত্যিকারের ভাল একজনকেই বাসতে পারে
কবিরা এসব ওতি আবেগীয় কথা বলেই থাকে
আমার মত বাস্তববাদী এমন কথা মানবে কেন?
মনোবিজ্ঞান বলে সব প্রেমই নাকি মস্তিস্কে একই রসায়নের খেলা
প্রথম দ্বিতীয় বলে কিছু নেই
লজিকও বলে তাই।


ইদানিং মনে হচ্ছে ,
ভালবাসা হল বিশাল এক অনুভতির পৃথিবী;
সাথে অভিমানেরও
সারাখন মাথায় তুমি নামক পোকার ভনভন
অতি মুগ্ধতায় বুদ্ধির লোপ ।
অকারণ হাসি আর অশ্রুর সব বোঝে শুধু রবিন্দ্রনাথ।
প্রেমে পড়লে জীবন যেন রোলার কোস্টার!
হঠাৎ  খুব পাগলাটে আর সাহসী হয়ে যাওয়া
যখন তখন ঘুম খাওয়া বিসর্জন
নিজেকে ভেঙ্গেচুড়ে তার ছাচে ফেলা।
লেখকের  উপন্যস লিখার মত
যত্ন নিয়ে লিখা এক একটা এস এম এস ।


হারানোর ভয়ে ভয়ে আগলে রাখা সারাক্ষণ
কি অদ্ভুত নিজের ভাল-খারাপ থাকার উপর
পুরোপুরি দখল নিয়ে নেয় অন্য একটা মানুষ !
এভাবে কখন যে তার হাতের খেলনা হয়ে গেছি
তা বুঝেও না বোঝার ভান;
তার কাছেই ফিরে ফিরে যাওয়া অক্সিজেন নিতে।


কারোতো আর খেয়ে দেয়ে কাজের অভাব পড়েনি যে
জনে জনে এমনটা হবে !
অগত্যা মানতেই হল ।