স্বলাজ চোখ ভীষণ ভীতু
সে চোখে তাকায় না
যদি অন্দরের ছলাৎ ছলাৎ শব্দ শুনে বুঝে ফেলে কামবাসনা!!
তাহলে সর্বনাশ হয়ে যাবে প্রজাপতি
তোমার রঙ বেরঙের শরীর থেকে আঙুলের ডগায় তুলে নিবে সব রঙের রেণু
তুমি চাইলেই সে সর্বত্র কিনারের বাঁধ হতে পারবে না।
সাবধান প্রজাপতি সাবধান
জীবন দিয়ে দাও,
মরে মরে আনাচে কানাচে পাখা এলিয়ে পরে থাকো
তবুও পাখায় রঙের নকশা আঁকাই থাকুক।
যারা তোমায় বাঁচতে দিতে চায় না
তাদের বাগানে তুমি ফুল ফোঁটাতে যেতে পারো না
মিনতি করছি প্রজাপতি।