ভীষণ শব্দ করে এক শতাব্দী হয়ে গেলো
কড়া নেড়েই গেলাম
সাড়া পাই না যে!!
আমার স্পষ্ট খেয়াল আছে আমি সত্যই
কোনো বধিরের দরজায় কড়া নাড়ছি না।
তবে সে শুনতে পায় না কেন!!
সে কেনো বুঝতে পারছে না
আমার শক্তি ফুরিয়ে আসছে!!
তুমি ভীষণ সংশয় নিয়ে অচেতন হয়ে
দরজার ওপাশে বসে আছো!
এই সংশয়ের শেষ কোথায়?
তবে জেনো রেখো হ্যা আমার অবিনশ্বর ভালোবাসা,
সাড়া তুমি দিবেই, সংশয় তোমার কাটবেই
তবে দরজা খুলে আর কড়া বাদক কে পাবে না।
শক্তি ফুরিয়ে সে বাতাসে বিলীন হবে নিশ্চিত।
শেষে বহুকাল কেউ সে দরজায় কড়া নাড়বে না, তুমি এক বুক হাহাকার নিয়ে দরজার পাশেই শব্দ শুনতে ঠাই দাঁড়িয়ে থাকবে,
তবু কড়া বাজবে না
সে এক বুক হাহাকার তুমি এক পৃথিবীর সব সমুদ্রের বুকেও ঢেলে দিতে পারবে না।