আমি কোনো মহাপুরুষ নই।
আবেগ আমাকে তাড়িত করে,
মায়া আমাকে বেঁধে ফেলে,
সুন্দর আমাকে আকৃষ্ট করে।


আমি কোনো মহাপুরুষ নই।
আমি ভুল করি-
ভুলের মাশুল দেই,
আমি ভুল করি-
ভুলে শুধরে নিজেকে গড়ি।


আমি কোনো মহাপুরুষ নই।
খুৎপিপাসা আমাকেও পীড়িত করে,
রোগ বালাই-
সে তো লেগেই থাকে।


আমি কোনো মহাপুরুষ নই।
প্রেমে আমিও পড়ি,
প্রেম তৃষ্ণায় আমারও ছাতি ফাটে।
ব্যর্থ প্রেমে আমারও হৃদয় কাঁদে।


আমি কোনো মহাপুরুষ নই,
আমি হিমালয়ের উচুঁ নই,
আমি সমুদ্রের মত বিশাল নই,
আমি ভূমির মত উদার নই।
এ আমার জন্ম জন্মান্তরের ব্যর্থতা।
সর্বোপরি আমি যোগ্য নই।


আমি কোনো মহাপুরুষ নই, তাই-
আমি পুড়ে যাওয়া সিগারেটের ছাই বৈ কিছুই নই!