তুমি গোলাপ দেখতে চাও?
তোমার মাথার গোলাপী উত্তরীওটা দেখ
তাহলেই তুমি-
পৃথিবীর সব গোলাপ দেখতে পাবে।


যদি দেখতে চাও মায়ামৃগ,
তবে উন্মুক্ত দর্পণে নিজেকে দেখ
তোমার ওই কালো হরিণ চোখে আমি -
কেবল মায়া হরিণের চোখই দেখতে পাই।


তোমার অতি সন্তর্পনে খোলা
মগ্ন চুলের ডগায় আমি -
যমুনার ঢেউ দেখি
মাঝির বৈঠার শব্দে শুনি তোমার উচ্ছসিত হাসি।


অনবরত  পায়ের দুলনী,
অবারিত হাসির ঝলক,
ক্লিওপেট্রার মত টানা চোখ -
এ সবই তোমাকে করে তোলে অনন্য


জীবন দাসের সুরঞ্জনা,সুনীলের নীরা
কিংবা চণ্ডীদাসের রজকিনি
কত কিইবা তোমাকে ভেবেছি।
তবু কোথায় যেনো একটা তুমিত্ব ভাব-
আমাকে আর ভাবতে দেয়না
তোমার তুলনা শুধু তুমিই,
মণি মানিক্য তুল্য মনিকা।