গোধূলির শেষ প্রহর
হাত বাড়িয়ে দিয়ে যায় ডাক
আয়, আয় রে, হেথা
যাক জরা, যাক মৃত্যু, নিপাত যাক.


আমার পরে আসবে আলো
ভরবে তোর আকাশ,
হাওয়ার ডানায় ভর দিয়ে মন,
করবে মিথ্যে পরিহাস.


অমৃতের পুত্র তোরা সব
নীল কণ্ঠ তব পিতা,
গোলাপ কাঁটার রক্তে আজ তাই
ভিজছে শেষ চিতা.


চোখের জলে আজ
ভাঙবে না বীজের ঘুম,
লাশকাটা ঘরে চাঁদটা শুয়ে
রাত্রি হয়েছে নিঝুম.