বাঁধন হারা ইচ্ছে গুলো,
পাড়ি দিতে চায়  সর্গলোকে।
খুজতে চায় এক নতুন দিশা,
কল্পনার এই গভীর সুরে।
নস্ট জীবন, ব্যার্থ আশা,
হবে দিশার সাথি।
নিরস মনে,নিছক দেহ
হয়ত হবে সাক্ষি।
গলা কাপানো কস্ট গুলো
চিৎকার করবে,
ঢেউ  খেলান জীবন চাকা,
সুখের গান গাইবে।
অতৃপ্ত চাহনি গুলো
ফ্যাল ফ্যালিয়ে রইবে,
তৃপ্তে ভরা নদী টুকু তাদের দিকে বইবে।
অঝোর ধারার কান্না গুলো,
বন্যা হয়ে ভাসবে,
সুখের তরী সে বন্যায়,
আপন গান গাইবে।