ওই মেয়ে, গোপন করো
কাজল চোখের এলোমেলো দৃষ্টি !
আমাকে নিক্ষেপ করে অগ্নিকুণ্ডে
পুড়ে যাই প্রতিনিয়ত-
তুমি তো ইশারাও বোঝো না ।


ওই মেয়ে, শোনো
কিছুটা তুমি কিছুটা আমি এগোলে- কেমন হয় ?
মুছে যাবে এই অদৃশ্য ব্যবধান ;
তারপর হাতে হাত , পায়ে পা, ঠোঁটে ঠোঁট ।।


সিদরাতুল মুনতাহা, তারপর জান্নাত !
সে তো অনেক  দূ-উ-উ-র


বরং চলো বদলে ফেলি এ রুক্ষভূমি
এক টুকরো ঈশ্বরের বাগান থাক,
তোমার আমার চার হাত জুড়ে;
বাতাসে মিশে একাকার হয়ে যাক
আমার আজান আর তোমার শঙ্খধ্বনি ।