মায়ার ভিতরে মায়া তুমি; তুমি
জীবনের ইন্দ্রধনু রঙ, কবির চোরা শব্দস্রোত
শিল্পীর শিঞ্জিত তুলি; আর যুবক প্রাণের বন্দনা গান ।
        তুমি  প্রেম বিলাসী পুরুষের মেঘলা দিন
তুমি  ভোরের চাষার লাঙলের ধার
তুমি  মায়ের বুকে শিশুর নরম আদর
তুমি  জমাট রাত্রি ভেঙে আসা ঊষা রঙিন ;
সবের আনন্দধারা তুমি-  তাই আমি ভালোবাসি প্রেম তোমারে !
ফিরে ফিরে দেখি স্মৃতির পাতা সরিয়ে – সেই মানুষীর মুখ;
যাকে ভালোবেসেছি   শুধু ভালোবেসেছি হৃদয় দিয়ে ।
সে ছূঁয়েছে আমায়, আমি ছূঁয়েছি তার –
কোমল চুল, কালো চোখের নরম পাতা, ফুরফুরে ঊষ্ণ ঠোঁট
তাই বুঝি নব আকাঙ্খার স্বাদে -লক্ষ বাসনা বেজেছে অন্তরে অন্তরে ;
তাই কি তুমি ?  নরম স্তনভার লুটিয়েছো এ বুকের ‘পরে ।
তাই কি তুমি ?  রাতের তারা পিছনে ফেলে, চাঁদের আলোয়-
         আমার সাথে হেঁটেছো গভীর অরণ্যে
কাঁটার ব্যাথা সয়ে, সাদা ফুল আঁচল ভরে নিয়ে
শুনিয়েছো ভোরের ভৈরবী ……
এ গর্ব মোর   ভালোবেসেছি তোমায় হৃদয় দিয়ে ।


আজ -
জানি ক্ষয়ে গেছে যৌবনের ধার; তবুও
ভেসে ওঠে সেই চেনা মুখ -  শান্ত মায়া মুখ,
আমি ভালোবেসেছি যে মুখ   শুধু ভালোবেসেছি হৃদয় দিয়ে ।
আজ হারাবার কিছু নেই -সে চলে গেছে দূর দিগন্ত পারে;
ভাবি শুধু ভাবি –
লম্বা চুলের -কালো চোখের –রাঙা ঠোঁটের  লাজুক মেয়েটি
যদি ফিরে আসে, জড়িয়ে ধরে আমায় নরম দু’হাতে
আমি ভালোবেসেছি যে হাত -   সে হাত ছূঁয়ে
বলবো তারে-      এই একলা ঘর ভীষন ঠান্ডা ঘর
ভাল্লাগেনা মোটেই আর
নিয়ে চলো মোরে ঐ দিগন্তপার
যেথা হবে দু’জনার একটি ঘর
ভালোবাসবে তুমি  ভালোবাসবো আমি -     অনন্তকাল ।